লালপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার লালপুর সড়কে ট্রাকের ধাক্কায় আহত হয়ে রাফি (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উত্তর লালপুর গ্রামের শামসুল আরেফিনের ছেলে ও লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে প্রাইভেট পড়ে আসার সময় লালপুর পল্লী বিদ্যুৎ এলাকায় একটি ট্রাক রাফিকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। প্রথমে তাকে লালপুর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রকাশিত: অক্টোবর ২১, ২০২২ | সময়: ৬:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ