বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ঢাকায় অনুষ্ঠিতব্য শেখ কামাল অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে রাজশাহী জেলা ক্রিকেট দল অংশ গ্রহন করবে। রাজশাহী জেলা দল গঠনের জন্য শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় আউটার স্টেডিয়ামে উন্মুক্ত বাছাই আগামী ২২ ও ২৩ অক্টোবর সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
এই বাছাই অনুষ্ঠানে আগ্রহী খেলোয়াড়দের ও বাছাই কমিটির সদস্যগনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনুরোধ করেছেন।