বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বদলগাছী প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই কার্ড বিতরণের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমাণ্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, সহকারী কমিশনার(ভূমি) মোসা. আতিয়া খাতুন, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, উপজেলা সহকারী কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ।
এ উপজেলার জীবিত ২৫৯ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড এবং মৃত ১৯০ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে শুধু ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়।
সানশাইন/তৈয়ব