রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের চকশ্যাম এলাকায় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে তন্ময় (১৬) ও সঞ্জিত (১৬) নামের দুই বন্ধু নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি শহরের শান্তিনগর মহল্লায়।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মহীউদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারে রাজশাহী থেকে ডুবুরিদল রওনা হয়েছে।
জানা গেছে, দুপুরে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে যায় নিখোঁজ তন্ময় ও সঞ্জিত। তারা ঢোল বাজানোর সময় নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নদীতে খোঁজ করেও তাদের উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহীতে খবর দেওয়া হয়েছে। নিখোঁজ তন্ময় ও সঞ্জিত এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।