সর্বশেষ সংবাদ :

শিশু একাডেমির নতুন মহাপরিচালক আনজীর লিটন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

বাংলাদেশ শিশু একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (রাবিসাস) সাবেক সদস্য ছড়াকার ও শিশু সাহিত্যিক আনজীর লিটন। মঙ্গলবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আগামী তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

 

১৯৬৫ সালে ময়মনসিংহে জন্ম নেওয়া আনজীর লিটন শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আনজীর লিটন রাজশাহী বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি’র ১৯৮৬-৮৭ কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

১৯৯২ সালে লিটনের রচিত প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশিত হয়। শিশুদের জন্য সাহিত্য রচনার পাশাপাশি তিনি টেলিভিশন ও বেতারের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন। তার এই কৃতিত্বপূর্ণ সাফলের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক নূর আলম।

 

 

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২ | সময়: ৯:৪৪ অপরাহ্ণ | Daily Sunshine