শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সাদিপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে ফুটবল টুনামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আতিকুল ইসলাম, সাদিপুর সমাজ কল্যাণ সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম রেজাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
এরআগে স্বাগতিক দুইদল মাঠে নামার পরে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর মেয়র সাইদুর রহমান। ওই সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তিনদিন ব্যাপী টুনামেন্টে খেলায় ১৬ টিম অংশ গ্রহন করবেন। ফাইনাল খেলা হবে আগামী ২১ অক্টোবর শুক্রবার।
সানশাইন/তৈয়ব