সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় অসুস্থ জটিল রোগিদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বিশেষ অনুদানপ্রাপ্ত ৩৮ জনের মাঝে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে পরিষদের হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।
শেষে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৩৮ জন রোগির মাঝে অনুদানের ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
সানশাইন/তৈয়ব