সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগে সোমবার ফাইটার রাজশাহী ৬২ রানে হারায় বৈকালী সংঘকে।
টসে হেরে ফাইটার রাজশাহী ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২১৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাজিদ ৬৬, বাবোর ৪৪ ও সবুজ ৩৩ রান করেন। বিপক্ষে আকাশ ৫৩ ও আবীর ৪৮ রানে ২টি করে উইকেট নেন। জবাবে বৈকালী সংঘ ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৬৪ রান ফলে তারা ৬২ রানে হেরে যায়। দলের পক্ষে সর্বোচ্চ মেহেদী ৩৮ ও শাকিল ৩০ রান করেন। বিপক্ষে সবুজ ৪০ রানে ৩টি, লেমন ৩৫ ,বাকের ২৯ ও সুমন ২৮ রানে ২টি করে উইকেট নেন।