মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধিঃ
রোববার জয়পুরহাটে শান্তিপূর্ণ-আনন্দমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার কোথাও কোন ধরনের, কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। নির্বাচনে চেয়ারম্যান সহ সকল পদে আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলম (আনারস মার্কা প্রতীকে) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বি জাসদ মনোনীত প্রার্থী-আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেন কে ২৯৫ভোটে পরাজিত করেছেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলম পেয়েছেন- ৩৯১ভোট এবং ওই পদে পরাজিত (প্রতিদ্বন্দ্বি) জাসদ প্রার্থী পেয়েছেন- ৯৬ ভোট।
এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্যের দুটি পদে- সাবিনা সুলতানা ও রত্না রশিদ এবং সদস্য (পুরুষ ) পদে- (৫উপজেলায়) যথাক্রমে- জয়পুরহাট সদর উপজেলায় রমজান আলী সরদার, পাঁচবিবি উপজেলায়- আবু সাঈদ আল মাহমুদ চন্দন, কালাই উপজেলায়-রফিকুল ইসলাম মাস্টার, ক্ষেতলাল উপজেলায়- মিঠু সাখিদার এবং আক্কেলপুর উপজেলায়- মাজহারুল আলম লিটন ভাবে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনের মোট ভোটার সংখ্যা ছিল- ৪৯২। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৪৯০ জন। মোট ভোট সংগ্রহ (কাউন্ট) হয়েছে ৯৯.৬০ শতাংশ। উল্লেখ্য, এ নির্বাচনে বিজয়ীরা সকলেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।
সানশাইন/তৈয়ব