বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাল্যবিয়ের করার অপরাধে বরকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে(১৭ অক্টোবর) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্ৰামে মৃত আসগর আলীর ছেলে বিপ্লবকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এমন খবর জানতে পেরে সোমবার(১৭ অক্টোবর) বউ ভাতের অনুষ্ঠানে অভিযান পরিচলনা করে বাল্য বিয়ে করার দায়ে বরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সানশাইন/তৈয়ব