নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার: আরএমপি ডিবি পুলিশেল অভিযানে ৯৭ লিটার চোলাই মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৪০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি পুলিশ। রোববার আরএমপি মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আরএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে আরএমপির বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে মাদকসহ তিনি জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ২৩৫ পিচ ইয়াবাসহ কাঁটাখালি জাগির পাড়া আরশাদ আলীর ছেলে আরিফুল ইসলাম, ৫০০ গ্রাম গাঁজাসহ বোয়ালিয়া কয়েরদাড়া এলাকার সোহেলের ছেলে আলামিন, ৪০ পিচ ইয়াবাসহ রাজপাড়া এলাকার বিপ্লবের ছেলে কুরবান আলী। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২ | সময়: ৬:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ