সর্বশেষ সংবাদ :

তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি : রাজশাহীর তানোরের গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের ঢালানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের হযরত আলীর স্ত্রী মরিয়ম (২৮) সন্তান মাহফুজ (৪)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি টিনের গোসলখানা আছে। সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল। বিদ্যুতের তার ওই টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। দুপুরে শিশু মাহফুজ ওই গোসলখানায় গোসল করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। শিশু মাহফুজকে গোসলখানায় পড়ে থাকতে দেখে মা মরিয়ম দৌড়ে এসে ছেলেকে ধরতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
পরে বাড়ির অন্য সদস্যরা বিষয়টি জানতে পেরে মা ও ছেলেকে উদ্ধার করে মুণ্ডমালা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তানোরের মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে খোঁজ নেয়া হয়েছে। সব তথ্য সংগ্রহ করে মা ও ছেলেকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২ | সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ