সর্বশেষ সংবাদ :

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা, হাতে ছিল চিরকুট

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে হাতে চিরকুট লিখে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে নাজমুল হোসেন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার রাতে নাটোর স্টেশন রেলগেট এলাকায় খুলনাগামী রকেট মেইলের নিচে ঝাঁপিয়ে পড়ে সে আত্মহত্যা করে। নিহত দুই সন্তানের জনক নাজমুল হোসেন বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামের মুছা মন্ডলের ছেলে। সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সোয়া আটটার দিকে খুলনা গামী রকেট মেইল ট্রেনটি নাটোর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় দুশো গজ সামনের বাফার গোডাউন সংলগ্ন হোম সিগন্যালের কাছে নাজমুল হোসেন ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে।
এ সময় নিহত নাজমুলের হাতে ছোট কাগজে কলম দিয়ে লেখা একটি চিরকুট পাওয়া যায়। সেখানে তার ঠিকানা ও চারটি মোবাইল নম্বর লেখা ছিল। তার স্ত্রী মেরিনা খাতুন জানান, নাজমুল হোসেন কয়েক মাস থেকে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন।
নাটোর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার অশোক জানান, এই ঘটনার খবর পাওয়ার পর সান্তাহার জিআরপি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে তাদের দায়িত্বে নিয়েছেন। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় মামলা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২ | সময়: ৫:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ