শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ‘এসো মিলি সম্প্রীতির বন্ধনে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে গোদাগাড়ী ও তানোর উপজেলার জনপ্রতিনিধিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজশাহীর ‘সাহের বাজার’ এর একটি কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল। সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম, এছাড়াও তানোর-গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিলরা উপস্থিত ছিলেন। এ সময় নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ সকলকে আহবান জানানো হয়।