মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
লালপুর প্রতিনিধি: মানবদেহের জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির অপরাধে বুধবার সকালে নাটোরের লালপুরে রাশেদ (২৫) নামের এক মাছ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। যার মূল্য ৫ হাজার টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ভ্র্যাম্যমাণ আদালত পারচালনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মানবদেহের জন্য ক্ষতিকর জব্দকৃত জেলি মিশ্রিত চিংড়ি জন সম্পুখে ধ্বংস করা হয়।
এসময় লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা ও লালপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন।