শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আর্থায়নে স্থানীয় ইমাম, কাজি, পুরোহিত ও সাংবাদিকদের অংশ গ্রহণে দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, উপজেলা ডেভলাপমেন্ট ফেসিলিটেটর মফিজুল ইসলাম মুন্না, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার তাজুল ইসলাম মিলন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তৌহিদুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রাশেদুল হক ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, উপজেলা পরিষদের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুস সোবহান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, কাজি, পুরোহিত, সাংবাদিকসহ সুধীজন।