শনিবার, ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বিদায়ের আগে মৌসুমি বায়ুর সক্রিয়তায় রাজশাহীতে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে বৃষ্টিতে রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। শুধু রাজশাহীতে নয় সারা দেশের বিভিন্ন জায়গায় এ বৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে রাজশাহীর আকাশে প্রখর রোদ হলেও দুপুর থেকে আকাশের বিভিন্ন কোণায় মেঘ জমতে থাকে। বিকেল হতেই শুরু হয় বৃষ্টি। এমন বৃষ্টিতে নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। গরমে মানুষের জীবনে স্বস্তি ফিরে আসলে কর্মজীবী মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন বৃষ্টি না থাকায় রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছিল মানুষ। মঙ্গলবারে বৃষ্টিতে বাড়লে জনজীবনে স্বস্তি ফিরে আসে। বর্ষাকালের বৃষ্টি ঝরানো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চলতি মাসের প্রথমার্ধের মধ্যে দেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানান, আগামীর কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।