মঙ্গলবার, ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : আজ (বুধবার) জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী মহানগর শ্রমিক লীগ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ১০টায় জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ। বিকেল ৪টায় রাজশাহী মহানগর কার্যলয় থেকে র্যালী ও শেষে নগর আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা। এসব কর্মসূচিতে যোগ দেয়ার জন্য রাজশাহী মহানগর শ্রমিক লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যোগ দেয়ার জন্য মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন অনুরোধ জানিয়েছেন।