সিংড়ায় জোড়া খুনের আসামী ৬২, আটক ৫

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় রোববার রাতে উপজেলার সুকাশ ইউনিয়নে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ২টি মামলায় ৬২ জনকে আসামী করা হয়েছে। আর এঘটনায় সোমবার রাতে ৫ জনকে আটক করেছে সিংড়া থানা পুলিশ
আটককৃতরা হলেন, আফসার আলীর ছেলে রবিউল ইসলাম (৩২), গহের আলীর ছেলে আলী হাসান ঠান্ডু (৩৫), মৃত মোহাম্মাদ আলীর ছেলে জুয়েল ওরফে জুলু (৩২), মৃত রইস উদ্দিনের ছেলে হাবিল (২৭), মৃত মহির উদ্দিনের ছেলে নাজিম উদ্দীন (৩২)। সকলের বাড়ি উপজেলার বামিহাল দশোপাড়া গ্রামে।
নিহত আফতাব উদ্দিনের ছেলে আব্দুল ওহাব বাদী হয়ে ২০ জনকে আসামী করে থানায় মামলা করে। অপরদিকে রুহুল আমিন নিহতের ঘটনায় তার ছেলে শাহিন বাদী হয়ে ৪২জনকে আসামী করেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জনকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। আটককৃতদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২ | সময়: ৬:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর