রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইয়াবা ও এ্যাম্পলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন মহল্লার হাফিজার রহমানের ছেলে সাব্বির হোসেন জেমস (২৩) ও ইয়ার্ড কলোনী মহল্লার নান্টু মিয়ার ছেলে মিলন হোসেন (২৫)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, সোমবার সন্ধ্যায় পৌর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় সাব্বির হোসেন জেমসের কাছে থেকে ২৫ পিস নিষিদ্ধ ইয়াবা ও মিলন হোসেনের কাছে ৫ পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।