মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পৃথক অভিযান চালিয়ে পাঁচ হাজার ২০০ লিটার চোলাই মদসহ পাঁচ মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫)। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের সদর থানার টলটলিয়া পাড়া ও লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া কালিতলা গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করা হয়।
এতে নেতৃত্ব দেন র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন- সদর উপজেলার টলটলিয়া পাড়ার মৃত দুর্গা চরন পাহানের ছেলে শিব চরন পাহান (৪০), মৃত সুদল পাহানের ছেলে চিরুনিল পাহান (৪০) ও সোনা মণ্ডল (৪২), কালী পাহানের ছেলে শান্ত পাহান (৩৮) এবং লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া কালিতলা এলাকার সুধির মণ্ডলের ছেলে সন্দীপ পাহান (৪০)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা সবাই মাদকবিক্রেতা। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রিসহ বহিরাগত মাদকসেবীদের কাছে নিয়মিত মাদক বিক্রি করে আসছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সানশাইন/তৈয়ব