সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধিঃ
চেয়ারম্যানদের স্বার্থ রক্ষা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য আবারো রাজশাহীর বাগমারা উপজেলা চেয়ারম্যান ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। চেয়ারম্যানদের সম্মতিক্রমে কোনো রকম ভোটাভোটি ছাড়াই বাসুপাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানকে সভাপতি ও নরদাশ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের নতুন এই কমিটি গঠন করা হয়।
এছাড়াও নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যন মোশারফ হোসেন ও দপ্তর সম্পাদক হয়েছেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার। পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে কমিটির গুরুত্বপূর্ন পদ পূরণ করা হবে বলে জানানো হয়েছে। এর আগেও বাসুপাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের নেতৃত্বে সর্বপ্রথম চেয়ারম্যান ফোরাম গঠন করা হয়েছিল।
নতুন সভাপতি লুৎফর রহমান বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী ও জনপ্রতিনিধিদের স্বার্থ রক্ষায় ফোরাম কাজ করে যাবে। সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল জানান, তিনি সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করার জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
সানশাইন/তৈয়ব