শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগের ফল

ক্রীড়া প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগে মঙ্গলবার (১১ অক্টোবর) ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ২৫ রানে হারায় বন্ধন ক্রীড়া চক্রকে। টসে হেরে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৬৫ রান।

 

দলের পক্ষে টুটুল ৪২ ও নাহিদ ২৩ রান করেন। বিপক্ষে জেনি ২৮ রানে ৪টি ও রিংকু ৩০ রানে ১টি উইকেট নেন। বৃষ্টির কারনে বন্ধন ক্রীড়া চক্রকে ৪৫ ওভারে ১৫৯ রান করার লক্ষ্য দিলে বন্ধন ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৩৪ রান ফলে তারা ২৫ রানে হেরে যায়।

 

দলের পক্ষে রিংকু ৪২ ও জিয়ারুল ৩৩ রান করেন। বিপক্ষে শুভ ৩১ রানে ৪টি ও তানভীর ২৯ রানে ৩টি উইকেট নেন। আজকের খেলায় ফাইটার রাজশাহী ও ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব অংশ নেবে।

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২ | সময়: ৮:২১ অপরাহ্ণ | Daily Sunshine