শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে চর হাসানপুর, মেহেরপুর ও পারকালুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এছাড়াও পিয়ালীমারী হতে ঘুঘুডাঙ্গা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সার্ভেয়ার আবদুল হাকিম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে তিনটি স্কুল ও একটি রাস্তা কাজের ব্যয় হবে ৩ কোটি ৭৪ লাখ ৩১ হাজার টাকা।
সানশাইন/তৈয়ব