বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে রাস্তার কালভার্টের নীচ থেকে বেনাদিস হেমরম (৩২) নামের আদিবাসী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার সকালে এলকার কিছু কৃষক জমিতে যাওয়ার পথে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বদলপুর শালডাংগা কালভার্টের নিচে বেনাদিসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে সেখান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বদলপুর লটকুড়ি উপরপাড়া গ্রামের মৃত আমিন হেমরমের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বেনাদিস হেমরম মাদক সেবন করে সবসময় এলাকায় ঘুরে বেড়াতো। সে দিনও মাদক সেবন করে বাড়ী ফেরার পথে অতিরিক্ত মাদক সেবন করায় আর বাড়ীতে আসতে পারে নাই। সে জ্ঞান হারিয়ে রাস্তার মধ্যে শালডাংগা কালভার্টের নীচে পানিতে পড়ে মারা যায়।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, পুলিশ বাহাদুরপুর ইউনিয়নের বদলপুর শালডাংগা কালভার্টের নীচ থেকে আদিবাসী বেনাদিস হেব্রমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।