মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগে শুক্রবার বন্ধন ক্রীড়া চক্র ৪ উইকেটে হারায় দিগন্ত প্রসারী সংঘকে।
টসে হেরে দিগন্ত প্রসারী সংঘ ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোেেল ১৯১ রান। দলের পক্ষে তুষার ৭১, মমিন ৫২ ও মাহবুব ১৬ রানে অপরাজিত থাকে। বিপক্ষ দলের পক্ষে রিংকু ৩৫ রানে ৪টি, মেহেদী ৬ ও রাব্বী ৩১ রানে ২টি করে উইকেট নেন।
জবাবে বন্ধন ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৪ রান। দলের পক্ষে মিরাজ ৫২ ও জিয়ারুল ৩৩ রান করেন। বিপক্ষ দলের পক্ষে মাহবুব ৩৬ রানে ২টি ,ফরহাদ ১৮ ও মমিন ১৪ রানে ১টি করে উইকেট নেন। আজকের খেলায় এ্যাপোলো ক্রীড়া চক্র ও ফ্রেন্ডস সে্েপার্টিং ক্লাব অংশ নেবে।