শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রথম উত্তরাঞ্চল পেঞ্চাক সিলাত চ্যাম্পিয়ানশীপ অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ানশীপে রাজশাহী চ্যাম্পিয়ান হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সকালে রাজশাহী জিমনেসিয়াম সরকারি শারীরিক শিক্ষা কলেজে।
এই খেলায় রাজশাহী, নওগাঁ, বগুড়া, নাটোর, চাঁপাই ও রংপুর এই ছয় জেলা থেকে ৭০ জন অংশ নেন। রাজশাহী চ্যাম্পিয়ান, রংপুর ২য় ও বগুড়া ৩য় স্থান অধিকার করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ও পেঞ্চাক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইমরুল হাসান, এএসএম তাহামিদুল প্রমুখ।