রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করছেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আখতারুজ্জামান আখতার। বৃহস্পতিবার বাঘা, পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে তিনি তার মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী প্রচারণা চালান।
নির্বাচনী প্রচারণা কালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের মূল্যবান ভোট পেয়ে নির্বাচিত হতে পারলে পিছিয়ে পড়া রাজশাহী জেলা পরিষদকে আধুনিক ও যুগোপযোগী করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সকল পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সুষম উন্নয়ন করা হবে।
এসময় তিনি জেলা পরিষদের সেবা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে সকল ভোটারের সহযোগিতা কামনা করেন।
চেয়ারম্যানপ্রার্থী মোঃ আখতারুজ্জামান আখতার বৃহস্পতিবার চারঘাট উপজেলা ও কাটাখালি পৌরসভার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভোটারদের বলেন, সকল ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে উন্নয়নের স্বার্থে মোটরসাইকেল প্রতীকে ভোট দিলে আপনারা সম্মানিত হবেন।
পরে তিনি বাঘা উপজেলার আড়ানি ইউনিয়ন ও পুঠিয়া উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদে গণসংযোগ চালান।