বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’ প্রতিপাদ্যে মঙ্গলবার রাজশাহীতে বিসটি উদ্যাপিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ উপলক্ষ্যে সকালে রাজশাহী মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের ৪০ শতাংশ শিশু। তার অর্ধেক নারী শিশু। একটা শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তাদের মধ্যে কোনো বৈষম্য থাকে না। কিন্তু শিশুটি জন্মের পর সমাজ ও পরিবার থেকে বৈষম্য শুরু হয়। তার মধ্যে কন্যা শিশুদের বরাবরই এ বৈষম্যের শিকার হতে হয়। কন্যাশিশুরা এমনভাবে বেড়ে উঠে যে, তারা প্রতিবাদ করতে শিখে নাÑ এ কারণে তারা প্রতিটি ক্ষেত্রে নির্যাতিত হয়।
কন্যাশিশুকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, কোভিডের সময় স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে বাল্য বিবাহ বৃদ্ধি পেয়েছে। একটি ভুল কারও সারাজীবনের কান্না। অবশ্যই বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। বাল্যবিবাহের কারণে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। এ সময় তাঁরা বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রয়োজনে ৯৯৯-এ ফোন করে বাল্যবিবাহ প্রতিরোধের পরামর্শ দেন।
দেশের সকল ক্ষেত্রে মেয়েরা ভালো করছে উল্লেখ করে বক্তারা বলেন, মেয়েদের যদি সঠিকভাবে যত্ন নেয়া হয় তবে তারা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, রাজনীতি এবং খেলাধুলাতেও নারীদের অবদান লক্ষ্যণীয়।
মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শবনম শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজগর আলী খান বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পবা : পবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন।
বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ, এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা অফিসার জোবাইদা খানম, উপজেলা মহিলা দপ্তরের প্রতিনিধি মাহমুদা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজি হালদার, স্পনশরশীপ প্রোগ্রাম কর্মকর্তা ডেভিড বাসকে প্রমুখ।
বাগমারা: উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দোকার মাক্কামাম মাহমুদা’র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রধান শিক্ষিকা সোহানা নাজনীন, মুনমুন রাজ্জাক প্রমুখ।
পত্নীতলা: মঙ্গলবার বনাঢ্য এক র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, বেসরকারী এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁ জেলা সমন্বয়কারী আছির উদ্দীন প্রমুখ।
বড়াইগ্রাম : মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোসা: মারিয়াম খাতুনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদী হাসান বক্তব্য রাখেন।
নিয়ামতপুর: উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আল মামুন হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহবুবুল আলম প্রমুখ।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নুর মোহাম্মদ ,উপজেলা তথ্য আপা তাকদিরা খাতুন, অফিস সহকারী ইমদাদুল হক,আইজিএ প্রকল্পের প্রশিক্ষক মেহেদী হাসান ও শামসুন্নাহার টুম্পা প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।