শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে রহনপুর-গোমস্তাপুর সড়কে। মঙ্গলবার দুপুর ২ টার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার সকাল ৭ টার দিকে রহনপুর – গোমস্তাপুর সড়কের নিমতলা কাঁঠাল এলাকায় একটি ট্রাক দূর্ঘটনা কবলিত হয়ে ওই সড়কটি বন্ধ হয়ে গেলে দু’পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
এ সময় রহনপুর-গোমস্তাপুর সড়ক দিয়ে জেলা সদর চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর – গোমস্তাপুর- কানসাট সড়ক হয়ে যান চলাচল বাধাগ্রস্থ হয়। বিকল্প সড়ক দিয়ে ছোট যানবাহন চলাচল করলেও ঢাকা থেকে রহনপুর গামী বেশ কয়েকটি নৈশকোচ ও পন্যবাহী ট্রাক আটকা পড়ে। পরে দুপুরে দূর্ঘটনা কবলিত ট্রাকটি রাস্তা থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনাস্থলে উপস্থিত গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রফিক জানান,বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।