পবায় পূজামন্ডপ পরিদর্শনে সংসদ সদস্য আয়েন উদ্দিন

পবা প্রতিনিধিঃ

রাজশাহীর পবা উপজেলার সকল পুজা মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
সোমবার (৩ অক্টোবর) বিকেল থেকে শুরু হয়ে রাত্রি পর্যন্ত পবা উপজেলার সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়
উৎসব দূর্গাপুজার মহাঅষ্টমীতে (কুমারী পূজার দিনে) এই পূজা পরিদর্শন করেন তিনি ।মন্ডপ পরিদর্শন কালে সংসদ সদস্য আয়েন উদ্দিন বিভিন্ন মন্দিরের পুজা
কমিটির প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় তিনি মন্ডপের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এসময় তিনি বলেন, রাজশাহীর পবা ও মোহনপুর এর মানুষ শান্তি প্রিয়। এখানে পূর্বে কোন সময় পুজামন্ডপে বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। আমি আশা করি, এবারও কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটার সুযোগ নাই। তিনি আরো বলেন, প্রতিবছর উপজেলার বিভিন্ন পুজামন্ডপে ব্যক্তিগতভাবে সহযোগিতা করি তা সবসময় অব্যাহত থাকবে।

 

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ
আলী খাঁন, উপজেলা বিআরডিবি অফিসার শামসুন্নাহার, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির, কাটাখালি পৌর ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সা’দাত নান্নু, পবা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার সাহা।

 

সংসদ সদস্যের সাথে ছিলেন নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু। উল্লেখ্য পবা উপজেলার ১৮ টি স্থানে দুর্গাপূজা মন্ডপ হচ্ছে-নওহাটা পৌরসভার বায়া তেলিপাড়া, বসন্তপুর বারোয়ারী দূর্গা মন্দির, মহানন্দখালী দূর্গা মন্দির, নওহাটা শ্রী শ্রী রাজ রাজেশ্বরী দুর্গা মন্দির, নীহারিকা দুর্গা মন্দির শ্মশান ঘাট, মাতৃ দুর্গা মন্দির, শ্রী কালী মাতা মন্দির সাহাপাড়া, তকিপুর কালী মাতা মন্দির, নবরূপ ক্লাব দূর্গা মন্দির, লায়ন ক্লাব দূর্গা মন্দির।
এছাড়াও হুজুরীপাড়া ইউনিয়নে ২টি স্থানে দারুশা কেন্দ্রীয় দুর্গা মন্দির ও ধর্মহাটা জাগরনী সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, দামকুড়া ইউনিয়নে ১টি স্থানে শিতলাই মেদবাড়ী কালি মন্দির, হড়গ্রাম ইউনিয়নে ২টি স্থানে কাশিয়াডাঙ্গা শ্রী শ্রী কালিমাতা মন্দির ও দাদপুর গোবিন্দ মন্দির, পারিলা ইউনিয়নে স্থানে ২টি স্থানে শ্রী শ্রী গোপালদেব ঠাকুর দূর্গা মন্দির ও পান্থাপাড়া কালি মন্দির এবং হরিপুর ইউনিয়নে ১টি স্থানে হাড়ুপুর নবগঙ্গা লক্ষি নারায়ন মন্দির সহ বেশ কয়েকটি পুজামন্ডপ পরিদর্শন করেন।

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ | সময়: ৮:৪০ অপরাহ্ণ | Daily Sunshine