শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীস্থ ভারতীয় ভিসা অফিস থেকে দালাল চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার সময় নগরীর বর্ণালী মোড়স্থ ভারতীয় ভিসা অফিসের প্রবেশ গেটের ভেতর এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে দালাল চক্রের এ সদস্যকে গ্রেপ্তার করে নগরীর শিরোইল ফাঁড়িতে নিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া সেই ব্যাক্তি রাজশাহী মহানগরীর হড়গ্রাম (লিলি হল মোড়) এলাকার মাইনুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
জানা যায়, শহিদুল ইসলাম ভারতীয় ভিসা অফিসের ভবনটির মালিকের গাড়ি চালক। ঘটনাসূত্রে জানা যায়, ৩ অক্টোবর (সোমবার) সকালে ভারতীয় ভিসা প্রত্যাশীদের থেকে অবৈধভাবে প্রকাশ্যে টাকা গ্রহনের সময় জনরোষানলে পড়ে শহিদুল। এরপর ভিসা প্রত্যাশীরা হট্টোগোল শুরু করলে ভিসা সেন্টারের গেট বন্ধ করে দেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। হাতেনাতে টাকা নেয়া ও জনগণের হট্টোগোলের কারনে অভিযুক্ত দালাল সদস্যকে আটক করে ভারতীয় ভিসা অফিসের দ্বায়িত্বরত পুলিশ। পরে বোয়ালিয়া থানাধীন শিরোইল পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শহিদুল্লাহ কাইসার গ্রেপ্তার দালাল চক্রের সদস্য শহিদুলকে শিরোইল ফাঁড়িতে নিয়ে যায়।
শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ কাইসার জানান, আমরা একজনকে ধরেছি। আপাতত তাকে জিজ্ঞেসাবাদের জন্য ফাঁড়িতে গ্রেপ্তার রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি শহিদুল ভিসা সেন্টারের বিল্ডিং মালিকের ড্রাইভার। তাকে জিজ্ঞাসাবাদ করলে বাঁকি তথ্য জানা যাবে।