সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে গৃহবধৃর আত্মহত্যা

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে সাইরা ব্গেম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার উপজেলার পাড়ইল ইউনিয়নের রাওতাল গ্রামে এই ঘটনা ঘটে। সাইরা বেগম পাড়ইল ইউনিয়নের রাওতাল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
পারিবারিক কারণে সাইরা বেগম ও স্বামী আব্দুস সাত্তারের সাথে বাকবিতন্ডা হয়। তারই জেরে সোমবার বেলা ১১টায় অভিমান করে সবার অজান্তে সাইরা বেগম স্বামীর মাটির দোতলা বাড়ীর দোতলায় এক কক্ষে ব্যায়াম করার জন্য ঝুলানো বালার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির লোকজনের অজান্তে সাইরা বেগম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সম্ভবত পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা। সাইরা বেগমের লাশ তার স্বামীর বাড়ীতে রয়েছে।


প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ | সময়: ৫:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ