বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার, বাগমারা: আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা জননেতা মীর ইকবালের পক্ষে তার কাপ পিরিচ মার্কায় ভোট চেয়ে রবিবার দিনব্যাপি বাগমারার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাগমারার গণমানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু।
সান্টু দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার গনিপুর, বাসুপাড়া, মাড়িয়া ও হামিরকুৎসার বিভিন্ন এলাকায় মীর ইকবালের পক্ষে গণসংযোগ করেন। পরে দুপুরে সান্টু কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে দলীয় নেতা কর্মী ও ইউপি চেয়ারম্যান মেম্বারদের নিয়ে এক পথসভায় মিলিত হন।
ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিরুল ইসলাম সান্টু।
বক্তারা বলেন, মীর ইকবাল আওয়ামী লীগের একজন ত্যাগি নেতা। তিনি আওয়ামী লীগের দুর্দিনে আন্দোলন সংগ্রাম করেছেন বিধায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে ইকবাল ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাচারীকোয়ালীপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান রহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, মিলন হোসেন সহ উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক আশরাফুল ইসলাম, স্থানীয় আ’লীগ নেতা নূর মোহাম্মাদ, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ক্বারী আব্দুল হামিদ, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগে নেতা সাজেদুর রহমান, ছাত্রলীগে নেতা আরিফ, যুবলীগে নেতা জালাল, হাফিজ ও আব্দুল লতিফ।