শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় খোলা বাজারে খাদ্য অধিদপ্তরের ওএমএস চাল ও টিসিবির তেল বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
রোববার বিকেলে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের সরাইল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠান সিলগালা করেন। এছাড়াও শিকারপুর বাজারে বিভিন্ন অপরাধের দায়ে আরও ৪ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠান হলো-সরাইল এলাকায় অবস্থিত মুসা স্টোর, শিকারপুর বাজারের হারুন হোটেল, আলাউদ্দিন চা স্টল, মকুল স্টোর, সাদিয়া ফার্মেসী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, বিকেলে সরাইল বাজারে অভিযান পরিচালনা করলে মুসা স্টোরে সরকার কর্তৃক ভর্তুকি মূল্যের (টিসিবি) সয়াবিন তেল এবং খাদ্য অধিদপ্তরের ওএমএস চাল বিক্রিয় করতে দেখা যায়।
এসময় প্রায় ১০ বস্তা (৩০ কেজি) ওএমএস চাল ও ও টিসিবির ৩ বোতল (৬ লিটার) সয়াবিন তেলসহ ওই প্রতিষ্ঠানটি ১৫ দিনের জন্য সিলগালা করে সময়িক বন্ধ ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে ওই প্রতিষ্ঠানের মালিক যোগায়োগ না করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিকারপুর বাজারে অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি, আয়োডিন বিহীন খোলা লবণ ব্যবহার, অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে হারুন হোটেলকে ১ হাজার টাকা, আলাউদ্দিন চা স্টলকে ১ হাজার টাকা, মকুল স্টোরকে ৫ হাজার টাকা ও সাদিয়া ফার্মেসীকে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।