সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে আওয়ামী যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ৮ টায় সান্তাহার ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সান্দিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সমাজ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি সদস্য জুয়েল মাহমুদ, সিহাব আহম্মেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন প্রমূখ।