রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের নিখিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম মকলেছার রহমান (৫০)। তিনি নিখিরাপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, মকলেছার রহমানের মা ফাতেমা বেগম (৭০) ও তাঁর ছেলে সুমন (২০)।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ছাগলের জন্য বাড়ির পাশে থাকা ডুমুর গাছে চড়ে পাতা কাটছিল সুমন। এসময় অসাবধানবশত ওই গাছে থাকা মৌমাছির চাক কাটা পড়ে যায়। এতে মৌমাছির দল সুমনকে আক্রমণ করে উপর্যুপরি হুল ফুটাতে থাকে।
মৌমাছির আক্রমণ ঠেকাতে গিয়ে গাছ থেকে পড়ে যান সুমন। এসময় সুমনকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হন তার বাবা মকলেছার রহমান ও দাদী ফাতেমা বেগম। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মকলেছার রহমানকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চত করেন নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী।
সানশাইন/তৈয়ব