চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের ডা. মেসবাহুল হক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, ক্রীড়া সংগঠক আব্দুল হান্নান মাস্টার, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার বালক ও বালিকা পর্যায়ে মোট ১০ টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় বালক পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ৮-০ গোলে গোমস্তাপুর উপজেলাকে এবং বালিকা পর্যায়ে ভোলাহাট উপজেলা ১-০ গোলে নাচোল উপজেলাকে পরাজিত করে। আগামী ২৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ | সময়: ৯:০৯ অপরাহ্ণ | Daily Sunshine