শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ছয়টি চোরাই মেবাইল ফোনসহ রশিদুল ইসলাম রশিদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রশিদুল ইসলাম রশিদ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার কাশেমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের তেছের আলীর ছেলে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আবু হাসান জানান, মঙ্গলবার সকালে সান্তাহার ইউনিয়নের ছাতনী হেলালিয়া হাটে চোর সন্দেহে স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে রেখেছেন। এমন তথ্য পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা বিভিন্ন কোম্পানির ৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাইকৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তারকৃত আসামীকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।