সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
Center for Elderly Support Initiatives (CESI) এর উদ্যোগে হোসেনীগঞ্জস্থ সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রে একটি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার। এ হেলথ ক্যাম্পটি উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
অনুষ্ঠানটি সহযোগিতা করে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী, লায়ন্স চক্ষু হাসপাতাল, রাজশাহী, রাসেল জামান, ওয়ার্ড কাউন্সিলর ০৯ নং ওয়ার্ড ও এফপিএবি, রাজশাহী জেলা শাখা।
এ হেলথ ক্যাম্পে মোট ১৩৪ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে। যাদের মধ্যে ৮৮ জন চক্ষু রোগী। চক্ষু রোগীদের মধ্যে ২০ জনের চোখের ছানি সনাক্ত হয়েছে, যাদেরকে লায়ন্স চক্ষু হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স প্রতিস্থাপন ও চশমা প্রদান
করা হবে। হেলথ ক্যাম্পটির বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন রাসেল জামান, ওয়ার্ড কাউন্সিলর, ০৯ নং ওয়ার্ড। হেলথ ক্যাম্পে লায়ন্স চক্ষু হাসপাতালের একজন ডাক্তার ও একজন টেকনিশিয়ান, সূর্যের হাসি ক্লিনিকের দু’জন ডাক্তার, রাজশাহী মেডিকেল কলেজের দু’জন ডাক্তার ও এফপিএবি থেকে একজন টেকনিশিয়ান আন্তরিকভাবে সেবা প্রদান করেছেন।
সানশাইন / শামি