মহানগরীতে এসডিডিবি আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভা 

স্টাফ রিপোর্টারঃ

কারিতাস রাজশাহী অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রবীণ, প্রতিবন্ধী ও মাদক শক্ত ব্যাক্তিদের অধিকার ও বর্তমান অবস্থান বিষয়ক সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা। বৃহস্পতিবার ২২সেপ্টেম্বর সকালে রাজশাহী নগরীর পশ্চিম টালিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মোমিন, পালপুরোহিত রেভা: ফাদার উত্তম রোজারিও।

 

সভাপতিত্ব করেন রাসিক ২ নং ওয়ার্ডের উন্নয়ন কমিটির সভাপতি মি.এভারিষ্ট হেমব্রম। অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস রাজশাহী অঞ্চল এসডিডিবির এনিমেটর স্বপ্ন এল.গমেজ।

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ | সময়: ৯:১৮ অপরাহ্ণ | Daily Sunshine