সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
দূর্গাপুর প্রতিনিধি
ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল “এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বালুকা ডিগ্রী কলেজের মাঠে ঝালুকা গ্রামের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খেলা পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে, টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলের ব্যবধানে কাঁঠালবাড়ীয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ও মহনপুর খেলা কল্যান সমিতি রানার্সআপ হয়েছে।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দূর্গাপুর থানার তদন্ত অফিসার নয়ন, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি কবিরুল ইসলাম আনিস, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আঃ সামাদ, বিশিষ্ঠ্য শিল্পপতী আশরাফ আলী, দেলুয়াবাড়ী ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, প্রভাষক আমিনুল হক টুলু, সাবেক বিআরডিপি চেয়ারম্যান নুরুন নবী চাঁদ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল, সাধারন সম্পাদক রিপন। খেলা পরিচালনার সার্বিক দায়ীত্বে ছিলেন ইউপি যুবলীগের সভাপতি ইমরান আলী ও রাজশাহী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোহন। ধারা বর্ণনায় ছিলেন, আইনাল হক ও তোসিকুল ইসলাম।
সানশাইন / শামি