দুর্গাপুরের সেই আব্দুল্লাহ ফিড মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার সেই আবদুল্লাহ ফিড মিলে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম।

জানা গেছে, আব্দুল্লাহ ফিড মিলের গত ২৫ আগস্ট ১২০৩ নং লটের কার্প গ্রোয়ার ফিড পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই ফিডের রেজাল্ট প্রোটিন ২১ ভাগের কম অর্থাৎ ১৮ দশমিক ৪৭। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সেই লটের ৯ বস্তা ফিড পাওয়া যায়। যা প্রতারনার শামিল।

ফিড জব্দ করে দূর্গাপুর হোজা নদীতে ফেলে দেয়া হয় এবং মিল মালিক আশরাফ আলী ওরফে এস্রাফ আলীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তাকে সতর্ক করেন আদালত।

এ ব্যাপারে কথা বলতে আব্দুল্লাহ ফিড মিলের মালিক আশরাফ আলী এস্রাফের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ | সময়: ৮:২০ অপরাহ্ণ | সানশাইন