বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী মহানগরীতে অসহায় মা-বাবাদের জন্য সেতারা এল্ডারলী কেয়ার সার্ভিস এর হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে রংধনু কমিউনিটি সেন্টারে এই হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, অসহায় মা-বাবাদের জন্য সেতারা এল্ডারলী কেয়ার সার্ভিস যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। অসহায় মা-বাবাদের জন্য চিকিৎসার জন্য আগামীতে প্রতিষ্ঠানটিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে।
এ সময় সেতারা এল্ডারলী কেয়ার সার্ভিস এর পরিচালক ড. ফেরদৌস আরা পারভীন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
সানশাইন / শামি