শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
ভোলাহাট প্রতিনিধিঃ
ভোলাহাটে খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর বুধবার উপজেলা কৃষি দফতরের আয়োজনে সকাল সাড়ে ১০টার দিকে কৃষি দফতর চত্বরে উপজেলার ৪টি ইউনিয়নের ৫’শ ৫০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫কেজি মাসকালাই, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
সানশাইন/তৈয়ব