সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় শয়রঘর থেকে জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত জাহিদুল ইসলাম উপজেলার ভালাইন ইউনিয়নের মদনচক গ্রামের হাই বাবুর ছেলে।
তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মৃতের বাবা হাই বাবু বলেন, ছেলে জাহিদুল ইসলামকে তিন মাস আগে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই তাকে নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে থেকে ঝুলন্ত অবস্থায় জাহিদুলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানার একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।
সানশাইন/তৈয়ব