সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি :
‘স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্নপরিচয়’ এ শ্লোগানকে বুকে ধারণ করে রোববার বিকেলে মহাদেবপুর ডাকবাংলো মাঠে উৎসবমুখর পরিবেশে সমতলের ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের ২৭তম ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দুপুর গড়িয়ে বিকেল হতেই নেচে গেয়ে ডাকবাংলো মাঠকে আনন্দমূখর করে তুলেছেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণী। ঢোল, মাদল, মান্দিরা আর নিজস্ব ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের আওয়াজে মাতোয়ারা হয়ে ওঠে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর দলবদ্ধ নৃত্যদল। সমতল ভূমির উড়াও, মুন্ডা, সাঁওতাল, মাহাতো, হাড়িসহ ক্ষুদ্র জাতিসত্ত্বার সবচেয়ে বড় উৎসব কারাম পূজা। এ উপলক্ষে বর্ণিল সাজে নেচে গেয়ে নিজেদের ঐতিহ্য তুলে ধরতে এ মাঠে অংশগ্রহণ করেছে বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক দল।
জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত এ কারাম উৎসবের উদ্বোধন করেন উত্তম কুমার এডিসি স্থানীয় সরকার বিভাগ । এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি। জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান।
ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অন্যতম এ কারাম উৎসব নিয়ে মুল আলোচনা করেন, জাতীয় কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ইনিশিয়েটিভ ফর স্যোশাল চেন্স এর নির্বাহী পরিচালক অনিক আসাদ, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহীর উপাধ্যক্ষ বিশ্বজিৎ ব্যানার্জী রাজিব, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দেবাশিষ প্রমাণিক (দেবু)। মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেশ উড়াও এর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, উপদেষ্টা এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, জয়নাল আবেদীন মকুল, সাংবাদিক ও চলচিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, উপজেলা কমিটির সভাপতি দিলীপ পাহান, কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান প্রমূখ।
এর আগে শনিবার রাতে প্রয়াত ক্ষুদ্র নৃ গোষ্ঠী নেতা সবিন চন্দ্র মুন্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বাড়ি এনায়েতপুর ইউনিয়নের কালনা গ্রামে ডাল পূজার মাধ্যমে এ কারাম উৎসবের সূচনা করা হয়। আয়োজকরা জানান, প্রতিবছর ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে নিজের ও পরিবারের মঙ্গল কামনায় উড়াও, পাহানসহ ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা খেল কদমের ডাল দিয়ে পূজা-অর্চনা করেন। করমা বা খেল কদমের ডাল দিয়ে পূজা করা হয় বলে এ উৎসব কারাম উৎসব হিসেবে পরিচিত বলেও জানান তারা।
এ অনুষ্ঠানে মহাদেবপুর, বদলগাছী, ধামইরহাট, পত্নীতলা, সাপাহার, পোরশা, নিয়ামতপুর উপজেলাসহ পাশ্ববর্তী জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৩ টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারীরা লাল, হলুদ, বেগুনীসহ বিভিন্ন রঙ বেরঙের শাড়ি আর খোপায় বাহারি ফুল গুঁজে ঢোল আর মাদলের তালে তালে মেতে উঠের নৃত্যে। আলতা মাখা পায়ে নুপুরের ঝংকারে হাতে হাত রেখে তারা ফুটিয়ে তুলছেন তাদের নিজ নিজ সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য। শেষে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের পাশে থেকে বিভিন্ন সংবাদ পরিবেশন করার স্বীকৃতি স্বরুপ ৬ জন সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
তাঁর হলেন, প্রথম আলোর চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, জনকন্ঠের রাজশাহী প্রতিনিধি সেলিম জাহাঙ্গীর, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি ইমরুল কায়েশ, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন প্রতিনিধি শফিক ছোটন, ইত্তেফাক এর মহাদেবপুর সংবাদদাতা আজাদুল ইসলাম আজাদ, করতোয়ার পত্নীতলা প্রতিনিধি বুলবুল চৌধুরী।
সানশাইন/তৈয়ব