রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজা-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামি, মো: কবির হোসেন (২৯)। সে রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়ীয়া দক্ষিণপাড়ার মৃত আজাদ আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর, রাত পৌনে ১১টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার ঘোলহাড়ীয়া এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম রাত ১১টায় ঘোলহাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কবিরকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।