বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
মহাদেবপুর প্রতিনিধিঃ
দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর মহাদেবপুরে রবিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বকের মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজু, সাবেক আহবায়ক হাফিজুর রহমান মাষ্টার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি সীমা চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ, মহাদেবপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল প্রমুখ।
সানশাইন/তৈয়ব