বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে সারের যথাযথ মজুদ ও সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রয় নিশ্চিতকল্পে সার বিক্রয় কেন্দ্র সমূহ পরিদর্শন করেছেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।
শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ওয়ালিয়া বাজারে বিসিআইসি নিবন্ধিত সার বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে তিনি। এসময় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘লালপুরে চাহিদা অনুযায়ী সারের মজুদ রয়েছে। সারের কোন ঘাটতি নেই। সারের যথাযথ মজুদ, সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রয় নিশ্চিতকল্পে বাজার মনিটরিং করা হচ্ছে। এছাড়াও স্টক রেজিস্টার, বিক্রয় রশিদ সহ আগমনী রেজিস্টার পর্যালোচনা করা হচ্ছে। উপজেলা ব্যাপি এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।’
সানশাইন/তৈয়ব